ফাতওয়া নংঃ

৮ জানুয়ারি, ২০২৫

ডিউটি তে থাকা অবস্থায় নফল আমল করা যাবে কি?

প্রশ্নঃ
আসসালামুআলাইকুম আমি একজন পুলিশ সদস্য। বর্তমানে আমি একটি বিভাগীয় শহরে কর্মরত আছি। প্রয়োজন অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় ডিউটি করতে হয়। ডিউটিরত অবস্থায় আমি ফরজ নামাজ গুলো মসজিদে গিয়ে পরি৷ অনেক সময় এমন জায়গায় ডিউটি হয় আমাদের লোকসংখ্যা বেশি থাকে এবং ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, শুধু বসে থাকা কাজ, আমি সেখানে থাকা না থাকায় কোন সমস্যা হয় না।সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে যাই না। তাদের সাথে বসে থাকলে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় কথা, গীবত, গেমস্, মুভি, মিউজিক এইসব না চাইলেও কানে চলে আসে৷ আমাদের বেশীর ভাগ ডিউটি গুলোই ১০,১২ ঘন্টার। লং টাইম একটা জায়গায় বসে থেকে ওসব করার থেকে আশেপাশের মসজিদে ২,৪ রাকাত নামাজ পরি আর কিছুক্ষন বসে থাকি, ৩০-৪০ মিনিট সময় লাগে। ( যেমন: সকাল ১০টা, ১১টা আবার দুপুরে যোহরের পর ডুপুর ২টা, ৩টার সময়) । মসজিদ খুব বেশী দূরে হলে আমি যাই না , শুধু ওয়াক্তের নামাজটা পরি তখন৷ এমন মসজিদে যাই যেখান থেকে ডিউটি পোষ্টে ডাকলে ১,২ মিনিটের মধ্যে চলে আসতে পারবো ।

এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি এমন ধরনের ডিউটি রেখে মসজিদে গিয়ে নফল ইবাদত করলে কি আল্লাহ কবুল করবেন নাকি এই কাজটি ডিউটি ফাকি দেওয়া হবে এজন্য আমি গুনাহগার হবো??

উত্তরঃ
ওয়ালাইকুমুস সালাম। মসজিদ পাশাপাশি হলে, মসজিদে গিয়ে নফল ইবাদত করতে পারেন। কোন পরিস্থিতি তৈরি হলে আবার চলে আসবেন। তবে মসজিদ বেশী দূরে হলে, মসজিদে না গিয়ে উক্ত স্থানে এসব অনর্থক কাজ না করে নফল ইবাদত করবেন। কেননা নফল ইবাদত বা জিকির-আজকার সব জায়গায় করা যায়।

والله أعلم بالصواب

উত্তর প্রদানে,
মুফতী নুরুল আজীম বিন কাশেম
কপি লিংক
শেয়ারঃ

সংশ্লিষ্ট প্রশ্নসমূহ